হাওজা নিউজ এজেন্সি: ইমাম রেজা (আ.) বলেছেন,
مَـنْ فَـرَّجَ عـَنْ مُـؤمِنٍ فَرَّجَ اللّه ُعَنْ قَلْبِهِ یَوْمَ الْقِیامَةِ
যে ব্যক্তি কোনো মুমিনের কাজের গিঁট খুলে দেয় (অর্থাৎ বিপদ-আপদ দূর করে দেয়), আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাও কিয়ামতের দিন তার অন্তরের সংকট দূর করবেন (ও তাকে খুশি করবেন)।
[উসুলে কাফি: খণ্ড- ২, পৃষ্ঠা- ২০০]
ব্যাখ্যা/সংযোজন:
- হাদিসের মূল বক্তব্য হলো পার্থিব জীবনে অন্য মুমিনের সহায়তা করা ইহকালীন ও পরকালীন সওয়াবের কারণ।
- “গিঁট খোলা” বা “বিপদ দূর করা” বলতে শারীরিক, আর্থিক, মানসিক বা যেকোনো সংকটে সাহায্য করাকে বোঝায়।
- ইমাম রেজা (আ.)-এর এই বাণী সামাজিক দায়িত্ববোধ ও সম্প্রীতির শিক্ষা দেয়, যা ইসলামের মৌলিক নীতির প্রতিফলন।
★ পরস্পরের প্রতি সামান্য সহযোগিতাই হতে পারে অনন্তকালীন মুক্তির সোপান!
আপনার কমেন্ট